হারিয়ে যাচ্ছে চৈতি নদী

হারিয়ে যাচ্ছে চৈতি নদী

কলকাতা : উওর২৪পরগনার গোপালনগর থানার অন্তরগত গোপালনগর গ্ৰামের কাছেই ইছামতি নদীথেকে উৎপত্তি হয়ে চৈতি নদী প্রায় ৭০কি .মি. পথ পেরিয়ে মিলিত হয়েছে যমুনা নদীতে।নাতিদীর্ঘ এই নদীর কোলেই জন্মনিয়েছে প্রায় ৩০টি গ্ৰাম। গ্ৰামের মানুষের জীবন জীবিকা, সামাজিক আচার অনুষ্ঠান সকল কিছুই আবর্তিত হতো এই নদীকে ঘিরেই। কিন্তু বর্তমানে যমুনা ও ইছামতি উভয় নদীর মৃত্যুর কারণে চৈতি ও হারিয়েছে তার স্বাভাবিক ছন্দ। তার ওপর নদী দখল করে বাড়ছে চাষাবাদ।নদী বুজিয়ে গজিয়েউঠছে মাছেরভেড়ি। কয়েক বছর পর আবার সেই ভেড়ি বুজিয়ে গড়েউঠছে নতুন বসতি। চাষের জন্য বাড়ছে ভূগর্ভস্থ জলের তোলার পরিমান। কয়েক লক্ষ মৎস্যজীবী পরিবার…