।। রিভার বাংলা ডট কম ।। বিশ্ব নদী দিবসে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়ার শেওটগাড়ী গ্রামের দেওনাই নদীর তীরে নদী সুরক্ষা ও পরিচর্যার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর নদী রক্ষার জন্য সচেতনতামূলক সংগীত পরিবেশন করেছে হরিণচড়ার শেওটগাড়ীর রিভারাইন পিপল দেওনাই নদী সুরক্ষা কমিটি। দেওনাই নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এই কর্মসূচীতে বক্তব্য রাখেন রিভারাইন পিপল দেওনাই নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিলন, সদস্য আতিকুর রহমান মনি, আব্দুল জলিল, জহির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল ওয়াহেদসহ এলাকার গণ্যমান্য জনেরা। বক্তরা বলেন, দেওনাই নদীর সুরক্ষা ও পরিচর্যা, নাব্যতা ফিরিয়ে আনা, নদীর…