নদী বাঁচাও জীবন বাঁচাও – বালুরঘাট কনভেনশন রিপোর্ট

বালুরঘাট

নদী বাঁচাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে গত ২৮-২৯ জুলাই ২০১৮, ভারতের বালুরঘাট শহরের সুবর্ণতট সভাগৃহে বালুরঘাট কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, ভারতের নদী রক্ষা আন্দোলনের কর্মী তাপস দাস। বালুরঘাট কনভেনশন রিপোর্টটি কলকাতা থেকে “রিভার বাংলা” ডট কমের জন্য পাঠিয়েছেন তিনি।- সম্পাদক নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে দেশ জুড়ে। সেই লক্ষ্যে বালুরঘাট কনভেনশন অনুষ্ঠিত হলো গত ২৮-২৯ জুলাই ২০১৮, বালুরঘাট শহরের সুবর্ণতট সভাগৃহে। বালুরঘাট কনভেনশন আহায়ক শ্রী বিশ্বজিৎ বসাক অথিতিদের বরণ করেন। এরপর বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক নেতা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য শ্রী বিপ্লব মিত্র মহাশয়…