বিস্তৃত অববাহিকা ও জীবন্ত ব-দ্বীপের দেশ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক অলঙ্কার হলো নদী। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলো এ দেশের অহঙ্কারের সচল ধারা। নদী এ অঞ্চলের লোকজ ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সামাজিকতা, সংস্কৃতি আঞ্চলিকতা ছাপিয়ে আন্তর্জাতিকভাবে মেলে ধরেছে স্মরণাতীতকাল থেকে। নদীর অবস্থান, আচরণ, বিস্তৃতি, সামাজিকতা, প্রথাগত ঐতিহ্য এ দেশকে শুধু নদীমাতৃক দেশে রূপান্তরিত করেনি; দিয়েছে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকভাবে সমৃদ্ধি। হাজার বছরের বাঙালিয়ানার শিকড় এভাবেই প্রোথিত হয়েছে গভীরে। বাংলাদেশ যে ঐতিহ্য ধারণ, লালন ও চর্চা করে; অন্যান্য প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নদীর অবস্থান এর সিংহভাগজুড়ে। নদী তাই আমাদের ঐতিহ্য, অস্তিত্বের অংশীদার। নদীকেন্দ্রিক…