তাড়াইলে নদী ভাঙ্গন, দেখার কেউ নেই!

নদী ভাঙ্গন

নরসুন্দা, সূতী আর ফুলেশ্বরী এই প্রাচীন তিনটি নদ-  নদী বিধৌত জনপদের নাম তাড়াইল। পূর্বদিকে ফুলেশ্বরী, দক্ষিনে নরসুন্দা আর পশ্চিমে সূতী। তালজাংগার জমিদারের স্ত্রী তারামন সুন্দরির নামানুসারে তাড়াইল উপজেলা নদী বেষ্টিত একটি প্রাচীন জনপদের নাম। তিনটি নদীর সঙ্গমস্থল তাড়াইলের পূর্ব দক্ষিনের মাখনাপাড়া নামক গ্রামের সন্মুখে। মাখনাপাড়া প্রাচীন জেলেপল্লী নামে খ্যাত।এখানে প্রাচীন একটি মন্দির ও একটি শ্মশানও রয়েছে। তিনটি নদীর মিলনস্থলে বর্ষাকালে প্রবল স্রোত বহমান থাকে।ফলে সঙ্গমস্থলের মোহনা থেকে মাটি ও পলল সরে গিয়ে গভীরতা বৃদ্ধি পায়। যার কারনে শুকনো মৌসুমে পানি নিচে নেমে গেলে মাখনাপাড়াসহ আশপাশের এলাকায় ভূমিধস শুরু হয়। বিগত…