সমগ্র দেশ জুড়েই চলছে প্রতিবাদ। আজ এই লড়াইয়ের একশো পয়ত্রিশ তম দিন।এবার গোটা দেশের সাথে বালুরঘাটও যোগ দিল এই নদী রক্ষার লড়াইতে।“বালুরঘাট দিচ্ছে ডাক/ প্রধানমন্ত্রী শুনতি পাক” এবং ” নদী রক্ষার অক্ষর/ এক লক্ষ স্বাক্ষর” মূলত এই দুটি স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব ও প্রশাসনিক ভবনের সামনে এক লক্ষ সই সংগ্রহে নামলো নদী ও পরিবেশ সংগঠন দিশারী সংকল্প । স্বামী আত্মবোধানন্দ। ছাব্বিশ বছরের একটা তরতাজা তরুণ। হরিদ্বার মাতৃসদনের আশ্রমিক।গঙ্গা নদী রক্ষায় সমর্পন করেছেন নিজের প্রাণ।অবিরল ও নির্মল গঙ্গার দাবীতে আজ নিয়ে একশো পয়ত্রিশ দিনের অনশন। অথচ প্রধানমন্ত্রীর…