নদী দখল হয়ে যাওয়া উদ্বেগজনক : মেজর (অব.) রফিকুল ইসলাম

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন জানিয়েছে,  সারাদেশে প্রায় ৪৯ হাজার ১৬২ জন নদ-নদী দখলদার রয়েছেন। কমিশন আরো জানিয়েছে, নদী দখলমুক্ত করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন কাজ করছে। এ কাজ করতে গিয়ে যেসব মামলা হচ্ছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য স্পেশাল আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, কমিশন কর্তৃক এ পর্যন্ত গৃহীত কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান,…

নদী সুরক্ষায় ‘বঙ্গবন্ধু নদী পদক’ 

‘বঙ্গবন্ধু নদী পদক

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নদী দখল রোধ, শিল্পকারখানা কর্তৃক সৃষ্ট বর্জ্যের দূষণ রোধ, পরিবেশ দূষণ রোধ, নদীর তীরে ও অভ্যন্তরে অবৈধ অবকাঠামো নির্মাণসহ নদী ভরাট রোধ, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষার কাজে সহায়তা দান, নদীকে নৌ চলাচলে উপযোগী করে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদীকে দূষণ ও অবৈধ দখল ভরাটমুক্ত করে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বঙ্গবন্ধু নদী পদক…

৪২ হাজার নদী দখলদার!

নদী দখলদার!

দেশের নদ-নদী দখলদারদের প্রাথমিক তালিকায় ৪২ হাজার ৪২৩ জনের নাম উঠে এসেছে। সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশন ওই তালিকা প্রকাশ করেছে। কমিশন নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছেও এই তালিকা দিয়েছে বলে জানা গিয়েছে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন সূত্রে। দেশের প্রায় সব জেলায় এসব দখলকারী শুধু নদ-নদী নয়, খাল-বিলের জায়গাও দখল করেছে। সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে স্থায়ী, অস্থায়ী নানা স্থাপনা। একেবারে ওয়ার্ড পর্যায় থেকে বড় শহর—সব জায়গায় খাল-নদীতেপড়েছে দখলদারদের থাবা। নদী রক্ষা কমিশনের নির্দেশে স্থানীয় প্রশাসন অবৈধ দখলদারদের তালিকা তৈরি করেছে। নদী রক্ষা কমিশন বলছে, এ তালিকা আরও…