রিভার বাংলা – নামটার সাথে প্রথম পরিচয় করিয়েছিলেন গল্পদেশ পত্রিকার সম্পাদক গৌতম অধিকারী। তিনি একবার বালুরঘাটে এসেছিলেন। আমাদের এখানকার বিপর্যয় ব্যবস্থাপনা মহকুমা আধিকারিক সঞ্জয় মৌলিক খবরটা দিয়েছিলেন যে, গৌতম দা এসেছেন। তারপর আমরা সকাল বেলায় আত্রেয়ী নদীর ধারে একটা সভা করেছিলাম। বছর দুয়েক থেকে চেষ্টা করি যে, যে কোন সভা যতটা প্রকৃতির কাছে করতে পারি। সেই হিসাবে আমাদের ‘নদীর কাছে এসো’তে সেদিন উপস্থিত ছিলেন গল্পদেশ পত্রিকার সম্পাদক গৌতম অধিকারীসহ বিশিষ্ট জনেরা। সেখানেই গল্পদেশ পত্রিকার সম্পাদক গৌতম অধিকারী (উনি রিভার বাংলার ভারতবর্ষের সম্পাদকও) বলেছিলেন নদী বিষয়ক অনলাইন পত্রিকা ‘রিভার বাংলা’ এবং…