বাঁচলে নদী বাঁচবে পৃথিবী

বাঁচলে

গেল ২২ সেপ্টেম্বর ছিল বিশ্ব নদী দিবস। যথার্থ প্রাণের দাবী নিয়ে এবারেও নদীমাতৃক বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। ছোট বড় তেরো শত মতান্তরে সাতশো মৃতঃপ্রায় নদ-নদীর দেশ বাংলাদেশ। বিশ্বসভার নদী ভাবনা আর বাংলাদেশের নদীরক্ষা আন্দোলন এবার নাড়া দিবে স্ববেগে।নদীরক্ষা না হলে আর রক্ষা নেই। সৌরজগৎ এর একমাত্র প্রাণের বসতি পৃথিবীনামক গ্রহের। ক্ষিতি অপঃ তেজ মুরৎ ও বোম এই পাঁচটি মূল উপাদানে পৃথিবীর সৃষ্টি। একটি উপাদানের পরিপূরক আরেকটি। প্রকৃতির অপার লীলায় একটি আরেকটির ফ্রিকোয়েন্সি যেন। আঠারো হাজার মাখলুক তারি বাস্তুুঃসংস্থান নিয়ে বেঁচে আছে।মাটিকে যৌবনা করে পানি আর পানিকে তেজালো করে…