ও নদীরে.. একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ? তোমার নেই কি চলার শেষ? কিন্তু শেষ আর শুরুর মাঝখানের আমাদের প্রিয় নদটাই আজ মরতে বসেছে। হ্যাঁ আমি প্রিয় নরসুন্দারর কথা বলছি। শুধু আমাদের নরসুন্দা নদ নয়, বাংলাদেশের প্রায় সবগুলো নদ- নদীই আজ মরণাপন্ন। চারদিকে নদীর সাথে চলছে অনাচার। চলছে নদীকে ধ্বংস করার, নদীকে দূষিত করার এক বীভৎস প্রচেষ্টা। একইসাথে চলছে নদী দখলের প্রতিযোগিতা ও। অবৈধভাবে নদী দখল, নদী থেকে বালু উত্তোলন, নদীগুলোকে ধ্বংস করার কোন প্রচেষ্টাই যেন আজ থেমে নেই। ছোটবেলায় পরীক্ষায় যখন “বাংলাদেশ” রচনা আসতো, তখন “বাংলাদেশ…