“নদী দিয়ে আগামীদিনে সমস্ত স্তরের মানুষকে জাগাতে চাই”

নদীকৰ্মী তুহিন মন্ডল এর সাথে ফয়সাল আহমেদ

তুহিন শুভ্র মন্ডল পেশায় একজন শিক্ষক। ২০০৪ সাল থেকে তিনি নদী ও পরিবেশ রক্ষার কাজে যুক্ত আছেন। নদী ও পরিবেশ বিষয়ে দেশ বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন। ২০১০-১১ সালে নদী ও পরিবেশ রক্ষায় পেয়েছেন আনন্দলোক (আনন্দ বাজার) সেলাম বেঙ্গল পুরস্কার। ২০১৫ সালে পেয়েছেন পথিক সম্মান। আত্রেয়ী বাঁচাও আন্দোলনে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন কলকাতার ঋক শীর্ষ সম্মান। ২০১৭ সালে নদী ও পরিবেশ রক্ষায় পেয়েছেন বেস্ট এচিভারস অ্যাওয়ার্ড। সম্প্রতি তিনি কুয়াকাটায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশে আসেন। এসময় তার সাথে কথা বলেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ। আমরা জানতে পেরেছি…

নদীর জন্য জাগছে মানুষ

নদীকে ঘিরে সমস্যা যত প্রবল হচ্ছে তত মানুষও জোট বাঁধছে, জেগে উঠছে। শুধু আমাদের ভারতের পশ্চিমবঙ্গে নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও নদী নিয়ে মানুষ কথা বলছে। ভারতের গঙ্গা কিংবা বাংলাদেশের বুড়িগঙ্গার পরিস্থিতি কি সেটা সবাই জানে। এপারের আত্রেয়ী কিংবা ওপারের আত্রাই, এ দিকের যমুনা কিংবা ওদিকের ছোট যমুনা এমন নদীর সংখ্যা অসংখ্য যারা বিপন্ন। দূষণ, দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, ভাঙ্গন, মাছ বৈচিত্র্য কমে যাওয়া, মৎস্যজীবীদের সঙ্কট, উঠে আসছে বিবিধ সমস্যা। তার সঙ্গেই এবার নদীকে ঘিরে সিন্ডিকেট রাজ মাথাচাড়া দিচ্ছে। এমন নয় যে এখনই হচ্ছে এসব। আগে থেকেই শুরু হয়েছে, এখন…