ভারতে গঙ্গা রক্ষায় অনশন, ধর্ণা অবস্থান অনুষ্ঠিত

গঙ্গা বঁচাতে অনশন চলছে

ব্রিটিশ ভারতে ১৮৩৯  সালে প্রথম গঙ্গার উপর বাঁধ তৈরী হয়। উচ্চ গঙ্গা খাল তৈরী করা হয় ১৮৫৪ সালে। শাখা খাল সমেত ৫৯৫৬ মাইল খাল খনন করে শুরু হয় হিমালয় থেকে নেমে আসা গঙ্গার জল বন্টন। সেই থেকে একের পর এক বাঁধ নির্মাণ ভারত উপমহাদেশের ধারক ও বাহক নদীর শোষণ আজ ও অব্যাহত। সাধারণ মানুষের প্রতিবাদ -প্রতিরোধ কোন দিনই এই শোষণ কে স্তব্ধ করতে পারেনি। শুধু উত্তরাখন্ড হিমালয়ে প্রায় ২০০টি জলবিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার। যার মধ্যে ৩৭ তৈরী বেশ কিছু নির্মীয়মান বা অদূর ভবিষ্যতে তৈরী হবে। গাঙ্গেয় অববাহিকা জুড়ে এর…