গাঙ্গেয় সমভূমির শিরায় উপশিরায় প্রবাহিত নদী।এই নদীকে কেন্দ্রকরেইগড়ে উঠেছিল সভ্যতা।নদীকে ঘিরেই অবর্তীত হত মানুষের জীবন জীবিকা ধর্মীয় ও সামাজিক জীবন সভ্যতার ব্যপ্তির সাথে সাথেই নদীর প্রয়জনীয়তা কমতে শুরু করেছে এবংবর্তমানে তা অবলুপ্তির পথে। পশ্চিমবঙ্গের নদী গুলি ভূগোলের বিষয় থেকে বর্তমানে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে। কেন নদী গুলোর এই অবস্থা? ভারতের বিভিন্ন অঞ্চলের মত এই রাজ্যেও কয়েক দশক ধরে তাৎক্ষণিক লাভের আশায় নির্মাণ হয়েছে একের একটি বড় বাঁধ যা প্রবাহমান একটি নদীকে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কোথাও নদীর পাড়ভেঙে জনজীবনকে বিপর্যস্ত করেতুলেছে।নদী শুকিয়ে যাচ্ছে।মৃত বা মৃতপ্রায় নদী গুলির সীমানা…