।। রিভার বাংলা ডট কম ।। ভৈরবের মেঘনা নদী নিয়ে আমার অনেক স্মৃতি। খুব বেশি দিন আগের কথা নয়, এ নদীর ‘কাকচক্ষু জল ‘-এর খ্যাতি ছিল। নদীগবেষকরা এ কথাও বলেছেন, মেঘনা নদীর পানি বিশুদ্ধতার দিক থেকে সারা পৃথিবীর মধ্যে শীর্ষে। আর সেই নমুনা-পানি সংগ্রহ করা হয়েছিল মেঘনা নদীর ভৈরব এলাকা থেকে। মেঘনা নদীর মাছের স্বাদ এ কারণেই এত বেশি। কালের আবর্তে মেঘনা নদী এর ঐতিহ্য হারাতে বসেছে। নগর বিস্তার, পুঁজির সর্বগামীতার আঁচে দেশের অন্যান্য নদীর মতো ভৈরবের মেঘনাও শ্রীহীন, লাবন্যহীন হয়ে পড়েছে। ধান কটার মরসুমে ভাটি এলাকায় যেতো রঙিন পালতোলা…