নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা,যোগিয়া, ধোলাইতলা কোটাকোল এবং পরে জয়পুর ইউপির আস্তাইল, আড়িয়ারা,আমডাঙ্গা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন। জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, মধুমতি নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত…