বিশ্বের থিয়েটারের আলোচনায় প্রবেশ করবো না, সরাসরি বাঙলা থিয়েটারে আসি। লেবেদভের ভূমিকা বাংলা থিয়েটারে অনস্বীকার্য। তারপর থেকে বাংলা থিয়েটারে যত বিষয় এসেছে তার বৈচিত্র্যের কথা লিখলে তা লিখে শেষ করা আমার ক্ষেত্রে প্রায় অসম্ভব। আজ এই বিশ্ব নাট্য দিবসে আমার মনে হচ্ছে নদীর কথা। যার কথা বর্তমান থিয়েটারে উঠে আসা খুব জরুরী। তার সঙ্গে এই প্রশ্নটাও করতে চাই আজ যে থিয়েটারের বিষয় হিসাবে নদী কতটা উপযুক্ত? বা এইভাবেও বলতে পারি যে থিয়েটার কি নদীর বিষয় হতে পারে? এই কথা ভাবতেই আমার মনে পড়ে যাচ্ছে দেবেশ রায়ের তিস্তা পাড়ের বৃত্তান্তের কথা।…