নদী রক্ষায় কি ভাবছেন শিলিগুড়ির মেয়র? 

মেয়র

শিলিগুড়ির ভৌগলিক অবস্থানের গুরুত্ব কোনওভাবেই অস্বীকার করা যায় না। তাই অবধারিত ভাবেই তার নামের সাথে উত্তরবঙ্গের প্রধান শহর তকমা চলেই আসে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা তাই উত্তরবঙ্গের প্রথম নদী ও জলাভূমি বাঁচাও কনভেনশনের জন্য বেছে নিয়েছিলাম শিলিগুড়িকে। সেই শিলিগুড়ি যা আমার যৌবন- নদীর শহর। মহানন্দা বিধৌত শিলিগুড়িই ছিল আমাদের নদী ভাবনায় সম্মিলিত উদ্যোগের স্থান। রাজ্য নদী বাঁচাও কমিটির উদ্যোগে এবং শিলিগুড়ি পরিবেশ বাঁচাও মঞ্চ ও সবুজ মঞ্চের প্রত্যক্ষ সহযোগিতায় শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাকক্ষে উপস্থিত হয়েছিল উত্তরবঙ্গের বিশিষ্ট নদী ও পরিবেশ কর্মীরা। সম্প্রতি উত্তরবঙ্গের যে চারটি…