।। ফয়সাল আহমেদ ।। কালের বিবর্তনে প্রিয় মাতৃভূমি আজ নদীমাতৃক দেশ হিসেবে তার বৈশিষ্ট্য হারাতে বসেছে। অসংখ্য নদ- নদীর সমন্বয়ে গড়ে উঠা বাংলার জনপদ তার চিরচেনা সেই রুপ হারিয়ে যাত্রা শুরু করেছে ভিন্নপথে। হাজার বছরের বাঙালী সংস্কৃতির সাথে কী অপরুপ মিল ছিল এইসব নদ-নদীর। বাঙালীর জীবন-যাত্রায় ভীষণভাবে জড়িয়ে থাকা এই নদ- নদীকে কেন্দ্র করে এখানে-ওখানে গড়ে ওঠেছে হাজারো স্কুল- কলেজ, বাণিজ্যকেন্দ্র। দেশের এপ্রান্ত থেকে ও প্রান্ত্রে যোগাযোগ, সব ঐ নদ- নদীকে কেন্দ্র করেই। পণ্য পরিবহন ও যাতায়াত করা গেছে সহজে এবং কম খরচে। সভ্যতার ঘোড়াপত্তন যেমনটা হয়েছিল নদীকে কেন্দ্র করে,…