গাজীপুর কমার্স কলেজ রিভার ডিফেন্ডার্স ক্লাব ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার বাঁকখালী নদীর তীরে আয়োজন করেছে ‘কোস্টাল রিভার ক্যাম্প’। এতে আয়োজক গাজীপুর কমার্স কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এই ক্যাম্পে অংশ নেন। দুইদিনের এই ক্যাম্পের দ্বিতীয় দিনে বুধবার (৮ মার্চ) সকালে বাঁকখালী নদী পরিদর্শন এবং পরে নাজিরটেকের সমুদ্র পাড়ে এক আলোচনা সভায় অংশ নেন কলেজ শিক্ষার্থী, শিক্ষক, নদীপ্রেমি ও বিশেষজ্ঞ প্যানেল। কক্সবাজারে শুধু সমুদ্র নয় নদীও আছে, নদীর নাম বাঁকখালী। বাঁকখালী নদীর দৈর্ঘ্য ৬৯ কিলোমিটার। অসংখ্য বাঁক নিয়েই সৃষ্টি বলেই লোকমুখে এই নদীর নাম হয়েছে বাঁকখালী। সত্যিকার অর্থেই…