রিভার বাংলা রিপোর্ট ।। ……………………… বিশ্ব নদী দিবস ২০১৮ উপলক্ষে তিন দিনব্যাপী নদী বিষয়ক বইমেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামীকাল ২১ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত চলবে। অাপনারা যারা নদী বিষয়ে আগ্রহী এবং এসম্পর্কিত বই খুঁজছেন, তাঁদের জন্য এই মেলা। তিন দিনব্যাপী নদী বিষয়ক প্রদর্শনী ও বইমেলার আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী, রিভারাইন পিপল ও বইনিউজ টোয়েন্টিফোর ডটকম। জানা যায়, এবারের মেলার উদ্বোধন করবেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। আগামীকাল সকাল ১১টায় শাহবাগের পাঠক সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী ও বইমেলার পর্দা উঠবে। অারো পড়ুন… কবি গৌতম অধিকারী’র কবিতা- নদী, নারী ও…