লক্ষ্মীপুর : মেঘনার অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে কমলনগরে বিশেষ নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার লুধুয়া ঈদগাহ এলাকায় নদীর তীরে এ দোয়া করা হয়। কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেন। অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে দুই রাকাত বিশেষ নামাজ আদায় শেষে মাওলানা মো. ইসমাইল হোসেন বিশেষ দোয়া করেন। এ সময় নদীভাঙনে সর্বহারা মানুষেরা আল্লাহর দরবারে আহাজারি করে এ থেকে মুক্তি কামনা করেন। জানা যায়, গত এক সপ্তাহ ধরে যেভাবে ভাঙন চলছে তা আগে কখনো দেখেনি এ অঞ্চলের…