যমুনায় জেলেদের জালে ধরা পড়ল গাঙ্গেয় শুশুক

যমুনায়

সিরাজগঞ্জে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ল গাঙ্গেয় শুশুক। শুক্রবার সকালে জেলেরা শুশুকটিকে পৌর শহরের মতিন সাহেবের ঘাট এলাকায় বিক্রি করতে নিয়ে আসলে এ তথ্য জানা যায়। পৃথিবী জুড়ে এই প্রাণীটি বিপন্ন হলেও বাংলাদেশে প্রায়ই এর দেখা পাওয়া যায়। শুশুকটির ওজন ২৫ কেজির বেশি হবে। তীরে আনার সঙ্গে সঙ্গে এক মৎস্যব্যবসায়ী দুই হাজার টাকা দিয়ে এটি কিনে নেয়। শুশুকের তেল বেশি দামে বিক্রি হয় বলে জানালেন তারা । দৈনিক প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, শুশুকটি দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। তাদের মধ্যে ছিলেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হকও।…