হালদায় ফার্নেস অয়েল দূষণ ঠেকালেন ইউএনও

হালদায় ফার্নেস অয়েল দূষণ ঠেকালেন ইউএনও

হালদা নদীকে বিষাক্ত ফার্নেস অয়েলের দূষণ থেকে রক্ষা করতে ইউএনও’র নেতৃত্বে দশটি বাঁধ দেওয়া হয়। জানা যায়, হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েলবাহী ওয়াগন সোমবার বিকেলে লাইনচ্যুত হয়ে যায়। এতে তিনটি ওয়াগন কালভার্ট ভেঙে ছড়ায় (খাল) পড়ে প্রায় এক লাখ ৫ হাজার লিটার ফার্নেস অয়েল ছড়াসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। হাটহাজারীর এগার মাইলস্থ আবুল কালাম মাদ্রাসার ব্রিজে ঘটা এ দুর্ঘটনায় ছড়িয়ে পড়া বিষাক্ত তেল স্রোতে হালদা নদীর দিকে এগুচ্ছিল। এ সময় তাৎক্ষণিক সিদ্ধান্তে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন হালদা নদীকে বিষাক্ত ফার্নেস অয়েলের দূষণ থেকে রক্ষা করতে মাত্র ৪ ঘণ্টায়…

নদী কথা ০১: হালদা নদী

হালদা নদী

হালদা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি নদী। পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এটি এর পর দক্ষিণ-পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট, সাত্তারঘাট, ও অন্যান্য অংশ, হাটহাজারী, রাউজান এবং চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কালুরঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার, যার মধ্যে ২৯ কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে। নামকরণ: হালদা খালের উৎপত্তি স্থল মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পাহাড়ী গ্রাম সালদা। সালদার পাহাড়ী র্ঝণা থেকে নেমে আসা ছড়া…