পুনর্ভবা দক্ষিণ দিনাজপুরের একটা গুরুত্বপূর্ণ নদী। অভিবক্ত দিনাজপুরের অন্যতম প্রধান নদী। নিজেদের নদীকে যেন জানতে পারে, চিনতে পারে পুনর্ভবা নদীকে স্থানীয় বাসিন্দারা সে জন্য একটি পরিকল্পনার সূচনা করলো বালুরঘাটের ইনোভেটিভ গ্রীণ আইডিয়াজ অ্যান্ড লাইনস এবং গঙ্গারামপুরের পুনর্ভবা পরিবেশপ্রেমী সংগঠন। সহযোগিতায় আছে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প। পুনর্ভবা স্থিত ঐতিহাসিক বাণগড় থেকে এই প্রকল্পের সূচনা কর্মসূচিতে আমার সাথে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের পুনর্ভবা পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক সনাতন তামলি, অধ্যাপক ও পুনর্ভবা নদী পাড়ের সন্তান অরূপ সাহা এবং পরিবেশ বন্ধু অধ্যাপক দেবাশিস চাকি। হামজাপুর সীমান্ত দিয়ে যেখানে গঙ্গারামপুর ব্লকে প্রবেশ করেছে পুনর্ভবা নদী সেখান…