গঙ্গা নদীর জন্য অনশন শুরু করেছিলেন অধ্যাপক গুরুদাস আগরওয়াল যিনি জ্ঞান স্বরুপ সানন্দ নামেও পরিচিত। তাঁর দেখানো পথে গঙ্গা নদীর অবিরলতা ও নির্মলতার দাবীতে গত বছরের চব্বিশে অক্টোবর থেকে হরিদ্বারের মাতৃসদনে অনশন শুরু করেছিলেন ছাব্বিশ বছরের তরুণ। মূলত গঙ্গা নদীর গতিপথ রোধ করে বাঁধ নির্মাণ, অবৈধ পাথর খাদান বন্ধ ও পরিচ্ছন্নতার দাবী ইত্যাদি ছিল অনশনের কারণ।একশো চুরানব্বই দিনের মাথায় সেই অনশন তুলে নিলেন আত্মবোধানন্দ । কিন্ত কেন? কারণ এর আগে একটি নির্দেশ দেওয়ার পর আবার ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র লিখিত ভাবে জানিয়েছেন যে গঙ্গার…