“নদীমাতৃক জন্মভূমি, তর্কে-বিতর্কে নদীকে জানি ” এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা’র আয়োজনে “অনলাইন বিতর্ক উৎসব -২০২০”। এখন চলছে বিতর্কে অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশন পর্ব। রেজিস্ট্রেশন চলবে ২২ থেকে ৩১ আগস্ট পযর্ন্ত। এরপর বাছাইকৃতদের নিয়ে অনুষ্ঠিত হবে আয়োজনের ২য় পর্ব। এই পর্বে নির্ধারিত বিষয়ের উপর অংশগ্রহণকারীরা পক্ষে- অখবা বিপক্ষে তাদের বক্তব্য ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবেন। তারপর সেই ভিডিও থেকে বাছাই করে তৃতীয় পর্ব অর্থাৎ চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগী নির্বাচন করা হবে। অষ্টম- নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এবিষয়ে রিভার বাংলা’র সম্পাদক…