২৬ আগস্ট ২০২৩ খ্রি. শনিবার মাঝিরদিয়া গ্রামের শ্রীঘাটে জেলে পরিবারগুলোর নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পানির পাম্প স্থাপনের মাধ্যমে জেলেদের জীবন সংগ্রামের সাথে সংহতি জানিয়েছে ‘রিভার এন্ড ডেল্ট রিসার্চ সেন্টার (আরডিআরসি)’। নদী দূষণের কারণে জেলেদের জীবিকা পরিবর্তন, জীবন ধারনজনিত সমস্যা নিয়ে আলোচনার ও পানির পাম্পের আনুষ্ঠানিক উদ্ভোধনের মধ্যমে দিনটি উজ্জাপিত হয়। ঢাকার নদীগুলোর মধ্যে তুরাগ অন্যতম। ঢাকার মানুষ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য তুরাগ নদীর উপর নির্ভরশীল ছিল। আমিষের সিংহভাগ যোগন হতো তুরাগ নদী থেকে। সে তুরাগ নদীতে চলছে দখল ও দূষণের প্রতিযোগিতা। নদী দখল করে পাড়ে গড়ে উঠেছে…