আবহমানকাল ধরে নদী আমাদের পুষ্ট করেছে। আমাদের উপহার দিয়েছে সভ্যতা, সংস্কৃতি। আমাদের বেঁচে থাকার রসদ দিয়েছে। কিন্ত আমরা কি দিচ্ছি নদীকে? একথা ভাবার সময় বহু আগেই চলে গিয়েছে। তবু এই সময় আবার কথাগুলো বলছি। কেন? কারণ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের। তাই আরো একবার বলা যাক নদীর কথা, বুঝে নেওয়া যাক দায়িত্ব। ঠিক করে নেওয়া যাক কর্মপরিকল্পনা। বহুদিন ধরেই বলে আসছি যে নদী গুলি হয়ে উঠেছে গ্রেট ডাস্টবিন। শহরের ও নাগরিকদের যাবতীয় নোংরা- আবর্জনা ফেলার জায়গা। যার জন্য ক্ষতি হচ্ছে নদীর জল ও সেখানে থাকা উদ্ভিদ ও প্রাণীদের। নদীর বুক…