।। রিভার বাংলা ডট কম ।। সাক্ষাৎকার বৈজ্ঞানিক গবেষণাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বিবেচনায় নদী প্রতিপালন করতে গিয়েই বর্তমান অবস্থার সৃষ্টি বলে মনে করছেন জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ড. আব্দুল মতিন৷ ডয়চে ভেলে: প্রতিবার বর্ষাকালেই বাংলাদেশে নদী ভাঙন দেখা দেয়৷ সেক্ষেত্রে সরকারের তো আগে থেকেই প্রস্তুতি থাকে এইসব এলাকায় নদী ভাঙন হতে পারে৷ কিন্তু তারপরও সেটা ঠেকানো যায় না কেন? ড. আব্দুল মতিন: এই ইস্যুটা আসলে অনেক গভীরে৷ সরকার প্রস্তুত থেকেও কিছু করতে পারবে না, কারণ সরকারের প্রস্তুতিটা খুব টেম্পোরারি৷ প্রতি বছরই একটা কাজ রিপিটেডলি করে আসছেন, কিছু এলাকা খনন করা,…