হ্যাঁ, এই বিষয়টা নিয়ে লিখতে বাধ্য হলাম। এমনটা নয় যে নদী দখল এখনই হচ্ছে, আগেও হয়েছে। এমন চলতে থাকলে পরেও চলবে। সম্প্রতি মালদার মহানন্দা নদী নিয়ে দখলের বিষয়টি সামনে এসেছে। তাই এই সময়েই নদী দখলের বিষয়টি আরও জোরালো ভাবে বলা দরকার। মহানন্দা নদী ভারতবর্ষ ও বাংলাদেশের একটি আন্ত:সীমান্ত নদী। ভারতবর্ষের উত্তরবঙ্গে এই নদীর গুরুত্ব সীমাহীন। শিলিগুড়ি অংশের মহানন্দা নদীতে দূষণের সাথে সাথে দখলের সমস্যাও বহু পুরোন। নদী খাতে খাটাল, ঘর- বাড়ি নদীর জায়গা নেয়নি কে? উত্তর দিনাজপুরের শ্রীমতি নদী- দখল নিয়েছে মানুষের কৃষিজমি। দক্ষিণ দিনাজপুরের ব্রাহ্মণী- বেশ কিছু জায়গায় নদী…