কিশোরগঞ্জ: একসময়কার খরস্রোতা সিংগুয়া নদীর অবৈধ দখল উচ্ছেদ, দূষণ প্রতিরোধ ও খননের মাধ্যমে অবাধ পানি প্রবাহ নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে পরিবেশবাদী ও এলাকাবাসী কর্মসূচি পালন করেছেন। আজ (২ ডিসেম্বর) বুধবার সকালে পুলেরঘাট বাজারে সিংগুয়া নদীরপাড় কিশোরগঞ্জ-ভৈরব হাইওয়ে সড়কে মানববন্ধন ও প্রতিবাদী সভার আয়োজন করে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা। এতে নদী রক্ষার দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে জেলার নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদী সংগঠনের লোকজন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নিয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। এ সময় সিংগুয়া নদী রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করে স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উদ্যোক্তা লেখক ও রিভার বাংলার সম্পাদক…