বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি জানেন দেশের সার্বিক উন্নয়ন করতে হলে নদ নদী ও নদী তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাই সরকার একদিকে যেমন নদীর ভাঙন রোধে কাজ করে যাচ্ছে অন্যদিকে যেসব নদী নাব্যতা হারিয়ে ফেলেছে সেসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।’ সোমবার টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা ও ধলেশ্বরী নদীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম । উপমন্ত্রী বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই কীভাবে নদীভাঙন রোধ করা…