বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় আয়োজন করা হয়েছে ‘১৩শত নদী শুধায় আমাকে’ শীর্ষক নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন দেশজুড়ে মাসব্যপী চলবে । এরই অংশ হিসেবে গত বুধবার [৪ ডিসেম্বর, ২০১৯] কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : জিয়াউল বাতেন, সদস্য- রিভার বাংলা নদীসভা, কিশোরগঞ্জ জেলা কমিটি। আরো পড়তে পারেন…. হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন ১৩০০ কোটি টাকা ব্যায়ে নদী ড্রেজিং রিভার বাংলা ডটকম