আজ একুশে নভেম্বর ।ওয়ার্ল্ড ফিসারি দিবস।আজ এই দিনে খুব মনে পড়ছে সেই সব মাছেদের কথা।যারা চিরতরে হারিয়েছে।এই মাছ গুলো হারিয়েছে কেন? আমরা কি কারণ খুঁজেছি ? কেন হারিয়ে যায় মাছেরা? সে নিয়ে আলাদা প্রতিবেদন হতে পারে।তবে এটা ঠিক যে মাছেরা হারিয়ে গেলে নদীর মৃত্যুর আশংকাই সামনে চলে আসে। আমি যে নদী গুলোকে প্রতিনিয়ত দেখি, অনুভব করি তাদের প্রাণের স্পন্দন তার মধ্যে উল্লেখযোগ্য আত্রেয়ী (বাংলাদেশে আত্রাই), পুনর্ভবা, টাঙ্গন, শ্রীমতি, ইছামতী, যমুনা ইত্যাদি।এইসব নদীতে যে যে মাছ পাওয়া যেত এখন কি সেগুলো পাওয়া যায়? এটা জানতে কিছুদিন আগে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প-এর…