নদী নিয়ে আড্ডা বসলো নদীর পাড়ায়। কবি মণিদীপা বিশ্বাস কীর্তনীয়া তা প্রিয় আত্রেয়ীকে মনে করেন নিজেরই দোসর।শুধু আত্রেয়ী কেন?ইছামতিও যে মেয়েবেলা থেকেই তার সঙ্গী। গঙ্গা নদীকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে চিন্তিত তিনি। এমন নদীবন্ধুর সাথে রবিবাসরীয় সকালে নদীমাতৃক আড্ডা দিলেন রিভার বাংলার পক্ষে নদী ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল। তুহিন: রিভার বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই।নদী মানে আপনার কাছে কি? মণিদীপা: নদী মানে আমার কাছে মুক্তি। একটা প্রশমন। সবাই একটা প্রশমন খোঁজে।আমার কাছে নদী হলো প্রশমন। তুহিন: আপনার জন্ম কোথায়? নদীর সাথে আপনার যোগ আছে শুনেছি মণিদীপা: পশ্চিমবঙ্গে…