বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নদীমাতৃক দেশে নদীই সবচেয়ে বেশি অবহেলিত। নদীর পলিবাহিত পলি দ্বারা গঠিত হয়েছে এ দেশ। এ জন্য বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। শস্য-শ্যামলা, সুজলা-সুফলা এ দেশের চিরায়ত সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ নদী। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত এ দেশের অনেক নদ-নদী হারিয়ে গেছে কালের গর্ভে। নগরায়ণ আর আধুনিকায়নের করাল গ্রাসে অধিকাংশ নদ-নদী মৃতপ্রায়। দেশের বেশিরভাগ নদ-নদী দখল, দূষণ আর নাব্যতা সংকটে ধুঁকছে। কী শহর কী গ্রাম সব জায়গাতেই চলছে নদী দখল ও ভরাটের মহোৎসব। নদীমাতৃক তকমাটাই বাংলাদেশে যেন প্রশ্নবিদ্ধ! বাংলাদেশে নদী হারিয়ে কিংবা…