কিশোরগঞ্জের মিঠামইনে নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

কিশোরগঞ্জের

টিটু দাস, কিশোরগঞ্জ : জেলার মিঠামইন উপজেলায় হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান প্রকল্পের আওতায় দক্ষিণের হাওর উপ-প্রকল্পের বানতাই নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রবিবার [৮ ডিসেম্বর- ২০১৯] দুপুরে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামে এ নদী খনন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবসহ প্রমুখ।

জানা গেছে, জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) অর্থায়নে বানতাই নদী ১.৮ কিলোমিটার খনন করা হবে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্ড সল-রহমান ইঞ্জিনিয়ারিং (জেবি)।

আরো পড়তে পারেন….

১৩শত নদী শুধায় আমাকে’

রৌমারীতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

সংশ্লিষ্ট বিষয়