এক নদী গল্প- মুহাম্মাদ মিজানুর রশীদ শুভ্র

এক নদী গল্প- মুহাম্মাদ মিজানুর রশীদ শুভ্র

কবিতা: এক নদী গল্প

না, আমি পুর্ব পরিকল্পিত প্রেম করিনি

সে নদী ছিল কান্নার মতো স্বতস্ফূর্ত

পার ভাঙা ছিল তার উচ্ছ্বাস

না, কোন পরিকল্পনা করে নদী পাড় ভাঙেনি

নদী গুলো খুব আহ্লাদ করে সবুজ গ্রামের গা ঘেষে থাকে

তবুও তোমরা নদীতে বাঁধ দাও

তোমরা পরিকল্পনা করে বাঁধ দাও

আমি, আগে থেকেই সব ঠিক করে রাখিনি

তোমাদের মনে বিশ্বাস ছিল না হয় তো

শুধু মাটি জানে, যে মাটির কসম খেয়ে নদী চলে

কতো শত বর্ষাকাল শুষে নি মাটি

নদী কে শুষে না সে, অথচ তোমরা বাঁধ দিলে

পরিকল্পনা করে যে বাঁধ দিলে

তারপরেই তো মরে গেল আসমানী মায়া

এখন যে বাতাস বয়, সে আর নদীর পাড়ের নয়

শুধু ভাঙা শ্বেত পাথরের ঘাট দেখে হয়তো চেন যায়

এখান থেকেই একদিন শুরু হয়েছিল

কোন শিল্পির প্রতি নিরবধি প্রেম

না, আমি পরিকল্পিত প্রেম করিনি

সুখের বা আঘাতের যে কোন কান্নাই

কখনো পরিকল্পনায় শুরু ও হয় না, রুদ্ধও হয় না

তোমাদের দগ্ধ মন শুধু কাঁদাতেই জানে

তবু কাঁদলেও বিশ্বাস করে না।

 


কবি: মুহাম্মাদ মিজানুর রশীদ শুভ্র

টরেন্টো, ক্যানাডা

সংশ্লিষ্ট বিষয়