আমি নরসুন্দা বলছি
– মীরন রশীদ
ব্রক্ষ্রপূত্রে জন্মেছিলাম
শত জনম আগে
ধনুর সাথে মিশেছিলাম
প্রেমের অনূরাগে।
আমার কোলে জন্মেছিলো
ফুলেশ্বরী সূতী
দু’কন্যাও মরছে আজ
যেন অতীত স্মৃতি।
আমার নামটি জানে কিন্তু
বিজ্ঞ সভাসদ
আমিতো সেই প্রিয় তোমার
নরসুন্দা নদ।
শতশত গ্রাম ও পাড়া
দু’তীরেতেই আছে
তীর দখলে মারছে আমায়
কিছু অ’মানুষে।
ভাটীর দিকে আজও আমি
প্রানে বেঁচে আছি
উজান গাঁয়ে মারছে ক্রমে
কেমনে বলো বাঁচি?
ফিরিয়ে দাও আমার বুকে
অবারিত জল
অহর্নিশি চাতক সম
আঁখিযে ছলছল!
অবহেলায় আর মেরোনা
বাঁচাও দয়া করে
জেনো তোমার জনম আমার
তোমাদেরই তরে।
বাঁচাও হে গুণী মোরে
ভরাও শীতল জলে
কেন আমায় লেক বানালে
নদের কথা ভূলে?
শত জন্মের ভালোবাসায়
বেঁচে ছিলাম আমি
জানে তা দু’তীরের মানুষ
জানেন অন্তর্যামী।।
০৫ই অক্টোবর, ২০১৮ খ্রি.
আর ও পড়ুন…..
রাজেশ ধর এর গল্প- “চুপিকথা”
কবি গৌতম অধিকারী’র কবিতা- নদী, নারী ও দেশের কথা