কবি গৌতম অধিকারী’র কবিতা- নদী, নারী ও দেশের কথা

নদী, নারী ও দেশের কথা
………………………………

মেঘজলে ধুয়ে নাও সমস্ত শরীর
ঋতুস্নাত চাঁদ-আলো নগ্ন অবকাশ
গড়ে দিক প্রতিমার, হোক চক্ষুদান,
নান্দীপাঠে ভরে যাক অনার্য আকাশ।

প্রেমের প্রহর জাগে কবন্ধ ডানায়
পাখিরাও গান ভোলে ঠোঁটের নিবিড়,
পাতার নিঃশ্বাসে জাগে মুগ্ধ শীৎকার
শরীরী স্বাদের দেশে বাসন্তী আবীর।

হে নারী, নদীর মতো হও বারবার
পার্থিব উল্লাসে ভাঙি মায়াবীর বেশ,
নগ্নিকা শরীর জুড়ে বারবার বলো
নিজস্ব নারীর কথা মৌন বাংলাদেশ।

কবি: গৌতম অধিকারী, কলকাতা, ভারত।

গৌতম অধিকারীর কবিতা

অারো পড়ুন…..

সাহিত্যের প্রাণপ্রবাহে নদী : মিল্টন বিশ্বাস

কপোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত

সংশ্লিষ্ট বিষয়