আরডিআরসি’র উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০০৫ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। দিবসটি উদযাপনের মাধ্যমে নদীগুলির গুরুত্বকে তুলে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে সমস্ত নদীর সার্বিক উন্নয়নের প্রতিটি দিক তুলে ধরা হয়।

বিশ্ব নদী দিবসের প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলোর আহ্বানে সাড়া দিয়ে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) ১ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় একটি বিশেষ যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। উক্ত টুর্নামেন্টে ঢাকার স্থানীয় যুবসমাজ, কর্পোরেট হাউজ, বিশ্ববিদ্যালয়ের দেশিয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা 5 এ সাইড  এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যদিয়ে নদী ও জলাশয় পুনরুদ্ধারের জন্য প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির  প্রয়াস চালানো হয়। এবারের টুর্নামেন্টের প্রতিপাদ্য “রেইজ ইউর ভয়েস টু সেভ রিভার্স” (নদী রক্ষায় আপনার আওয়াজ তুলুন)।

টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড় তাদের প্রিয় নদীর প্রতি সংহতি প্রকাশ করে। ফুটবলারদের তাদের প্রিয় নদী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা তাদের প্রিয় নদী সম্পর্কে অনুভূতি প্রকাশ করে। নাইজেরিয়া, লেবানন, ইরাক, আফগানিস্তান এবং আফ্রিকার দেশগুলির আন্তর্জাতিক শিক্ষার্থীরা ও একইসাথে ঢাকার তরুণরাও নদী কেন্দ্রিক তাদের অনুভূতি ও চিন্তাভাবনা তুলে ধরেন।

আরডিআরসি’র উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আরডিআরসি’র উদ্যোগে বিশ্ব নদী দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত- রিভার বাংলা 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেঞ্জ ইনিশিয়েটিভস এর সিইও এম জাকির হোসেন খান। টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, পেট্রোনাস এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুল্লাহ লিটনসহ কর্পোরেট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, তরুণরাই এই পৃথিবী পরিবর্তনের মূল কারিগর। আমাদের নদীগুলোর অধিকার প্রতিষ্ঠার জন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে। আমরা নদী সংরক্ষণ আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে চাই। আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি যেখানে বাংলাদেশী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কর্পোরেট পেশাদাররা অংশগ্রহণ করেছেন। আমরা চাই তারা নদী সম্পর্কে সচেতন হবে এবং সচেতনতা মূলক প্রচারাভিযানে অংশ নেবে। তরুণদের এই সম্পৃক্ততা আমাদের জলাশয়ের সংরক্ষণের শক্তিকে আরও বিস্তৃত করবে এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলা করবে।

এজাজ আরো বলেন, আমি তাদের জিজ্ঞেস করি, আপনাদের প্রিয় নদী কোনটি? আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও আপনাদের প্রিয় নদীটিকে পুনরুদ্ধার ও সুরক্ষিত করা এবং নিজেরাই প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে পারেন। এটা তাদের অনেক অনুপ্রাণিত করে। আমাদের কাজ এই তরুণদের বৈশ্বিক আহ্বানের সাথে একীভূত করা ছাড়া আর কিছুই নয়।

পেট্রোনাস এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুল্লাহ লিটন বলেন, ইতিবাচকতা ও সুস্থ জীবনের জন্য সুস্থ পরিবেশ ও সুস্থ নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেট এবং কারখানার মালিকদের অবশ্যই পরিবেশের মান অনুযায়ী তাদের কারখানার মান নিশ্চিত করতে হবে যাতে নদীগুলি দূষণমুক্ত থাকে। আমরা শিগগিরই ঢাকায় তরুণদের জন্য ইনডোর স্পোর্টস সুবিধা দেওয়ার পরিকল্পনা করছি।

ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ- রিভার বাংলা

অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন খান তার বক্তব্যে বলেন, নদীর জন্য এগিয়ে আসা উদ্যমী তরুণদের সাথে মানসম্মত সময় কাটানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ একটি মহৎ উদ্দেশ্য, আমাদের জীবনে যে কোনও পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ঐতিহাসিক অবদান রয়েছে। সমস্ত বৈষম্য এবং বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের প্রতিক্রিয়ায় শক্তিশালী আওয়াজ উত্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপ জয়ী সকলকে আমি অভিনন্দন জানাই এবং ২০২৩ সালের বিশ্ব নদী দিবসের শুভেচ্ছা জানাই।

টুর্নামেন্টে শরীফ মেটাল এফসি এবং সিনিয়র এনসিএস ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শরীফ মেটাল এফসি ট্রাইব্রেকার শটে ২/১ গোল করে চ্যাম্পিয়ন হয়।

আরডিআরসিসূত্রে জানা যায়, বিশ্ব নদী দিবস আন্তর্জাতিক দল তাদের প্রোগ্রাম তালিকায় এই টুর্নামেন্টকে স্বীকৃতি দিয়েছে এবং ডাব্লুআরডি কমিউনিকেশনস ম্যানেজার কর্তৃক কেন্দ্র থেকে এ ঘোষণা করা হয়েছে। এ বছর ৬টি মহাদেশে ১০০টিরও বেশি দেশ অংশ নেবে, যা বিশ্বের অন্যতম বৃহৎ পরিবেশগত উৎসবে পরিণত হয়েছে।

আরও পড়ুন..

আরডিআরসি’র উদ্যোগ : তুরাগ পাড়ে মাঝিরদিয়া শ্রীঘাটে সুপেয় পানির পাম্প সহায়তা

তুরাগ পাড়ে জেলে জনগোষ্ঠীকে আরডিআরসি’র পানির পাম্প উপহার

সংশ্লিষ্ট বিষয়