নদী, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত ২৭টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের যৌথ আয়োজনে আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় জলবায়ু ন্যায্যতার দাবিতে দুই দিনব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সমাবেশ প্রস্তুতি কমিটির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক তত্বাবধায়ক সরকাররের উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নিখিল ভদ্র। সম্মেলনে মুল-বক্তব্য উপস্থাপন করেন সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব শরীফ জামিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রতীর নির্বাহী পরিচালক…