ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট ও ব্রহ্মপুত্রের সর্বনাশ বন্ধ করার দাবি জানিয়েছে ‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’। আজ দুপুরে (২০ নভেম্বর ২০২৪) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনটির সমন্বয়ক আবুল কালাম আল আজাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। আবুল কালাম আল আজাদ বলেন, ব্রহ্মপুত্রে বাংলাদেশের পানির প্রধানতম উৎস এবং বৃহত্তর ময়মনসিংহের অপরাপর নদনদী, খালবিল ও জলাশয়গুলো পুরাতন ব্রহ্মপুত্র নির্ভর। কাজেই, পুরাতন ব্রহ্মপুত্র একটি মাতৃ নদী। বৃহত্তর ময়মনসিংহের কোটি কোটি মানুষের প্রাণের দাবী ব্রহ্মপুত্রকে প্রাণবান করা। মানুষের দাবির প্রেক্ষিতে বিগত সরকার ব্রহ্মপুত্র খননের বৃহৎ প্রকল্প হাতে নেয়। মানুষের…