নদী সরে গেলে ।। ইন্দ্রনীল সুমন
একটানা বৃষ্টির শব্দে ঘোর লেগে গেলে
অনুভব হয়
নদী সরে গেছে
নদী সরে গেছে, অভিমানে,
আপন সন্তান ছেড়ে
বাস্তু ছেড়ে
আশা-আকাঙ্ক্ষা, স্নেহের আদর ছেড়ে
সরে গেছে নদী
পদচিহ্ন রেখে গেছে বাওরের বুকে
হা-হুতাশ রেখে গেছে জলজ উদ্ভিদের গোপন ডেরায়
বর্ণান্ধ কিশোরের আসমানী চোখে
এঁকে দিয়ে গেছে সাতনরী হার, পাকা হাতে
লিখে দিয়ে গেছে উপকথা-গান
জুড়ে দিয়ে গেছে সুরে সুর
বিষণ্ণ নুপুরের তালে
নদী সরে গেলে কান্না সরে যায়
প্রেম সরে যায়
মানুষ সরে যায়
একলা কিশোর শুধু বসে থাকে
আসার আশায়
নদী সরে গেলে বিষাদ জেগে ওঠে নবমীর রাতে।
……………………………………………….
পড়ুন রিভার বাংলা-য় প্রকাশিত কবি ইন্দ্রনীল সুমন এর আরও কিছু কবিতা
মেঘভাঙা বৃষ্টি ।। ইন্দ্রনীল সুমন
ইন্দ্রনীল সুমন এর একগুচ্ছ কবিতা
কবি ইন্দ্রনীল সুমন এর একগুচ্ছ কবিতা
কবি ও লেখক। কলকাতার কলোনি অঞ্চল নেতাজীনগরে আজন্ম বাস তাঁর। বিজ্ঞানে স্নাতক। লিখছেন আশির দশক থেকে।প্রধানত লিটল ম্যাগাজিনেই লেখেন। যুগ্মভাবে প্রকাশ করেছেন ছোট পত্রিকা ‘অয়শ্চক্র’। কবিতার সংবেদনশীলতা ও ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে তাঁর ভাল লাগে। কবিতা লেখা ছাড়া নাটক দেখা ও বেড়াতে পছন্দ করেন তিনি।