কুয়াকাটায় শুরু চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলন 

"নদী- একটি জীবন্ত সত্ত্বা"বিষয়কে থিম করে শুরু হল চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলন

কুয়াকাটা থেকে প্রতিনিধি : নদীর প্রাণ আছে, নদী একটি জীবন্ত সত্ত্বা- কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল গ্রেভার ইনে এই বিষয়কে মুল থিম করে শুরু হল চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলন। আয়োজক অ্যাকশন এইড নামে আন্তর্জাতিক সংগঠন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবর রহমান হাওলাদার, মহ: মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালির ডেপুটি কমিশনার, বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেকটর ফারাহা কবিরসহ বাংলাদেশ ও অন্যান্য দেশের নদী বিজ্ঞানী, নদী অধিকার কর্মী, আন্ত:সীমান্ত নদী আলোচনা উদ্যোক্তা প্রমুখ। জল, নদী, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র ও পরিবেশ সংক্রান্ত বিষয়কে…