নারায়ণগঞ্জের মেঘনা-মেনিখালী নদী দখল বন্ধে হাইকোর্টের স্থিতাবস্থা জারি

রিভার বাংলা ডট কম >> নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় প্রবাহমান মেঘনা ও মেনিখালী নদীর দখল করে ভরাট ও নির্মাণকাজে স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে দখল রোধে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটিকে সংশ্নিষ্ট এলাকা জরিপ করে দখলকারীদের নাম ও ঠিকানা উল্লেখ করে ৩০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুটি পৃথক রিটের শুনানি নিয়ে রোববার রুলসহ এই আদেশে দেন। রুলে নদী দখল বন্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ফ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে…