কলকাতাতে গঙ্গার জন্য ও গঙ্গাপুত্র ব্রহ্মচারী আত্মবোধানন্দজীর আমরণ অনশনের সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা আগামী ২৮শে এপ্রিল, (রবিবার) সকাল আটটায় বাগবাজার ঘাট থেকে শুরু হবে। অবিরল ও নির্মল গঙ্গার দাবিতে হরিদ্বারের মাতৃসদন আশ্রমে ২৭ বছরের তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারী আত্মবোধানন্দজী ১৮০ দিনের উপরে অনশন করে যাচ্ছেন ; সরকার থেকে বিরোধীপক্ষ কেউই মাতৃসদন আশ্রমের অবিরলতা ও নির্মলতার দাবি নিয়ে এখনো আগ্রহী নয় | আগামী ২৭ এপ্রিল ব্রহ্মচারী আত্মবোধানন্দজী জল ত্যাগ করবেন | এই রকম চূড়ান্ত মুহূর্তে অবিরল ও নির্মল গঙ্গা আন্দোলনের সমর্থনে পাশে দাঁড়াতে “The Green Walk” ও “নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন”…