‘নদীর কাছে এসো’র ঢেউ ছড়িয়ে পড়ছে অন্যত্র

দক্ষিণ দিনাজপুর : পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পের আহ্বানে রবিবার পঞ্চদশ ‘নদীর কাছে এসো’ সভা হয়ে গেল আত্রেয়ী সদরঘাটে। উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী, সাহিত্যিক, কবি, গায়িকা, পড়ুয়ারা। ‘নদীর কাছে এসো’ শুরু হয়েছিল এই ভাবনা থেকে যে নদীর কাছে না এলে নদীকে বোঝা যায় না, বোঝা যায় না নদীর কষ্ট, দুঃখ, যন্ত্রণা। তাই নদীর কাছে আসতে হয়। গতকাল ও তেমন আহ্বান রেখেই সভার মুখবন্ধ করে দেন তনুশ্রী প্রামাণিক। তারপর একে একে কবিতা, গান, অনভূতি ও নদীর কাছে এসোর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন নীলাদ্রি শেখর মুখার্জী, রতন মন্ডল, রিক গুহ, দুর্গাপ্রসাদ মুখার্জী,…