তুহিন শুভ্র মন্ডল পেশায় একজন শিক্ষক। ২০০৪ সাল থেকে তিনি নদী ও পরিবেশ রক্ষার কাজে যুক্ত আছেন। নদী ও পরিবেশ বিষয়ে দেশ বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন। ২০১০-১১ সালে নদী ও পরিবেশ রক্ষায় পেয়েছেন আনন্দলোক (আনন্দ বাজার) সেলাম বেঙ্গল পুরস্কার। ২০১৫ সালে পেয়েছেন পথিক সম্মান। আত্রেয়ী বাঁচাও আন্দোলনে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন কলকাতার ঋক শীর্ষ সম্মান। ২০১৭ সালে নদী ও পরিবেশ রক্ষায় পেয়েছেন বেস্ট এচিভারস অ্যাওয়ার্ড। সম্প্রতি তিনি কুয়াকাটায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশে আসেন। এসময় তার সাথে কথা বলেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ। আমরা জানতে পেরেছি…
Tag: আন্তর্জাতিক জল সম্মেলন
কুয়াকাটায় শুরু চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলন
কুয়াকাটা থেকে প্রতিনিধি : নদীর প্রাণ আছে, নদী একটি জীবন্ত সত্ত্বা- কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল গ্রেভার ইনে এই বিষয়কে মুল থিম করে শুরু হল চতুর্থ আন্তর্জাতিক জল সম্মেলন। আয়োজক অ্যাকশন এইড নামে আন্তর্জাতিক সংগঠন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবর রহমান হাওলাদার, মহ: মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালির ডেপুটি কমিশনার, বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেকটর ফারাহা কবিরসহ বাংলাদেশ ও অন্যান্য দেশের নদী বিজ্ঞানী, নদী অধিকার কর্মী, আন্ত:সীমান্ত নদী আলোচনা উদ্যোক্তা প্রমুখ। জল, নদী, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র ও পরিবেশ সংক্রান্ত বিষয়কে…