নোট: লেখাটি ০৭ জুলাই, রবিবার ২০১৯ দৈনিক প্রথম আলো’র মতামত পাতায় প্রকাশিত হয়। লেখাটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে রিভার বাংলা’র পাঠকদের জন্য প্রকাশ করা হল। কৃতজ্ঞতা দৈনিক প্রথম আলো ও লেখক ।- সম্পাদক, রিভার বাংলা। ‘ওদের জল দিইনি, তাই ওরা ইলিশ দিচ্ছে না।’ কথাটা যাঁর বলার কথা তিনিই বলেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য রহিমা বিবি ইলিশের মৌসুমে বাংলায় ইলিশের হাহাকার নিয়ে বিধানসভার দৃষ্টি আকর্ষণ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জবাবে আরও বলেন, ‘জল জল করলে কী হবে, আমাদেরই জল নেই, জল দেব কোথা থেকে?’ আজকাল প্রায়ই যেকোনো অজুহাতে মমতা পানি নেই…